শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ০০:০০

চাঁদপুরে ১ জনের করোনা শনাক্ত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে নতুন করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৪ মার্চ সোমবার ৭০ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তির বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ১ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩শ’ ১২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২শ’ ৬৮ জন।

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২শ’ ৪৬ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৭শ’ ৯৮ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ২০ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৫২৩ জন, হাইমচরে ৯০৩ জন, মতলব উত্তরে ৯৬১ জন, মতলব দক্ষিণে ১৩৯৫ জন, ফরিদগঞ্জে ২০০৭ জন, হাজীগঞ্জে ১৭৩৩ জন, কচুয়ায় ৯৪০ জন ও শাহরাস্তিতে ১৮৫০ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়