প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বৃষ্টিতে সড়কের অসহায় আত্মসমর্পণ
প্রবল বৃষ্টিতে একটি সড়ক পুকুরে বিধ্বস্ত হয়েছে। দেখে মনে হচ্ছ, সড়কটি যেনো অসহায় আত্মসমর্পণ করেছে। সড়কটি হচ্ছে মহামায়া থেকে রাজারগাঁও অভিমুখী সড়ক। চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার থেকে সড়কটি গিয়েছে হাজীগঞ্জের রাজারগাঁও বাজার পর্যন্ত। পূর্ব ধলাইতলী আব্দুল জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে সড়কটি ভারী বৃষ্টিতে অর্ধেক ধসে পুকুরের পানিতে পড়ে গেছে। এতে যানচলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীসাধারণের।
প্রবল বৃষ্টির কারণে শুক্রবার সকালে রাস্তাটি ধসে পুকুরে পড়ে যায়। এতে সড়কটি এতোটা ঝুঁকিপূর্ণ অবস্থায় নিপতিত হয়েছে যে, এ সড়ক দিয়ে এখন মোটরসাইকেল, বাইসাইকেল ও রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাব্বি ফজলে শুভর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাস্তাটি আমরা সরজমিনে গিয়ে পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেবো। ছবি ও প্রতিবেদন : সংবাদদাতা।