শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক

গোলাম মোস্তফা ॥
অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক

চাঁদপুর পৌরসভার তহবিল থেকে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীসহ নানা বিষয়ে অসহায় ও দুঃস্থদের মাঝে সহায়তায় অনুদানের চেক বিতরণ করলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক একরামুল ছিদ্দিক। গতকাল ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌরসভার কনফারেন্স রুমে তিনি প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন।

তিনি সাংবাদিকদের বলেন, আমি চাঁদপুর পৌরসভার দায়িত্ব নিয়েছি। আজকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মাঝে পৌরসভার ত্রাণ তহবিল থেকে জনপ্রতি ৫০০০ টাকা করে অনুদান প্রদান করা হলো। আমি পৌরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি, তাই সবার সহযোগিতা চাই। আমি পৌরবাসীর উদ্দেশ্যে বলবো, যে কোনো সমস্যায় আপনারা আমাদের পাশে থাকবেন। তাছাড়া আমাদের কাজে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। পৌরসভা হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাই যেসব সেবা নিয়ে সমস্যা হচ্ছিল, সেসব সেবা দ্রুত পৌরবাসীর কাছে পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি। চাঁদপুরের সকল রাস্তাঘাট মেরামত সহ সকল উন্নয়নমূলক কাজ চলমান আছে। আশা করি খুব কম সময়ের মধ্যেই সকল সমস্যা উত্তরণ করে আমরা এগিয়ে যাবো।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঁইয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান সহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়