বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০০:০০

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্মাষ্টমীর আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্মাষ্টমীর আলোচনা সভা

সনাতন ধর্মাবলম্বীদের প্রাণপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম শুভ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চাঁদপুরের আয়োজনে গতকাল ২৮ আগস্টের এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার অমৃত দেবনাথ। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথির তাৎপর্য তুলে ধরেন এবং দেশ ও সমাজের কল্যাণে উদ্বুদ্ধ হওয়ার জন্যে সকলের প্রতি আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা। আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সস্পাদক সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয় প্রমুখ।

উল্লেখ্য, প্রতি বছরই দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ব্যাপক আয়োজনে উদযাপিত হলেও এই বছর দেশে চলমান বন্যার্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে সকল বর্ণাঢ্য আয়োজন পরিহার করা হয় এবং আয়োজনের অর্থ বন্যার্ত মানুষের সাহায্যার্থে ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করে জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ। সেই সিদ্ধান্তের আলোকে গত ২৬ আগস্ট চাঁদপুরে অনুষ্ঠিত জন্মাষ্টমীর আয়োজন শুধু প্রার্থনা সভা ও কৃষ্ণ পূজার মধ্যেই সীমাবদ্ধ থাকতে দেখা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়