বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

চাঁদপুরের সংক্ষিপ্ত পরিসরে জন্মাষ্টমী উদযাপন

বন্যার্তদের জীবন রক্ষার্থে প্রার্থনা ॥ উৎসবের অর্থ ব্যয় হবে বানভাসিদের কল্যাণে

বাদল মজুমদার ॥
চাঁদপুরের সংক্ষিপ্ত পরিসরে জন্মাষ্টমী উদযাপন

চাঁদপুরে সংক্ষিপ্ত পরিসরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষ্যে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। বন্যাদুর্গত অসহায় মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করার মধ্য দিয়ে এ বছর চাঁদপুরে জন্মাষ্টমী পালন করা হয়। জন্মাষ্টমী উৎসবের সাশ্রয়ী অর্থ দেওয়া হবে বানভাসবদের সাহায্যে। এমন সিদ্ধান্ত নিয়ে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবটি সংক্ষিপ্ত করেছে।

গত ২৬ আগস্ট সোমবার সন্ধ্যায় জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহা প্রভুর মন্দির ও পুরাণবাজার শ্রী শ্রী রামঠাকুর দোল মন্দির প্রাঙ্গণে প্রথম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন অনিক চক্রবর্তী।

পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে হরিসভা মদন মোহন মন্দির, পুরাণবাজার দাসপাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে নবনির্মিত শিব মন্দিরে, পুরাণবাজার ঘোষপাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সেবা মন্দির ও নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দিরের প্রার্থনা সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, যুগ্ম সম্পাদক বিপ্লব দাশ কুট্টি, সাংগঠনিক সম্পাদক মানিক সূত্রধর, সহ-সভাপতি মানিক ঘোষ, দুলাল হালদার, অর্থ সম্পাদক বলাই সরকার, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রণব সাহা, সহ-সভাপতি লিটন দাস, সাধারণ সম্পাদক রিপন দে, পুরাণবাজার দাসপাড়া শিব মন্দির জন্মাষ্টমী কমিটির সভাপতি শাওন দাস, সাধারণ সম্পাদক সুব্রত দাস, উপদেষ্টা লিটন সাহা, সমীর দাস, পুরাণবাজার দাসপাড়া কালী মন্দিরের পক্ষে বাদল দাস, পলাশ দাস রাম, রঞ্জিত দাস, পুরাণবাজার পালপাড়া জন্মাষ্টমী কমিটির পক্ষে সমীর পাল, বলাই সরকার, পুরাণবাজার ঘোষপাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের অমিত ঘোষ, মানিক সূত্রধর, পুরাণবাজার হরিজন কলোনির জন্মাষ্টমী কমিটির পক্ষে রনি দাস, নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি অভিজিৎ রায়, সাধারণ সম্পাদক বাপি পাল, বাচ্চু সাহা, চির রঞ্জন রায়, গৌতম ঘোষ, পুরাণবাজার পালপাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মানিক নন্দি, সাধাারণ সম্পাদক সমির পাল, ইন্দ্রজিত সাহা প্রমুখ। সবশেষে চাঁদপুর শহরের শ্রী গোপাল জিউর আখড়ায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়