মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   বয়ারচর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
  •   জার্মানিতে কঠিন হচ্ছে রাজনৈতিক আশ্রয়
  •   ইতালির দ্বীপে নৌকাডুবিতে নিখোঁজ ২১
  •   অভিভাবকহীনতায় দিশেহারা চাঁদপুরের আওয়ামী লীগ নেতা-কর্মীরা
  •   আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০

সাংবাদিক ইকরাম চৌধুরীর আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥
সাংবাদিক ইকরাম চৌধুরীর আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী

দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়ার অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকবৃন্দসহ সকল শুভাকাঙ্ক্ষিদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মরহুম ইকরাম চৌধুরীর ছোট ভাই দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ আগস্ট শনিবার ভোর ৪টায় সাংবাদিক নেতা ইকরাম চৌধুরী কিডনি সংক্রান্ত জটিলতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দেড় দশকেরও অধিক সময় ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি মৃত্যুর দু বছর পূর্বে হৃদরোগে আক্রান্ত হন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে প্রয়োজনীয় চিকিৎসাশেষে তাঁর হার্টে এনজিওপ্লাস্টি (রিং পরানো) হয়। তারপর তিনি কিডনি রোগে আক্রান্ত হলে এক পর্যায়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের শেষদিকে তার দুটি কিডনিই অকেজো হয়ে যায়। ২০২০ সালের ৮ আগস্ট সভাপতি থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে ইকরাম চৌধুরীর বয়স হয়েছিলো ৫৩ বছর ৯ মাস ২৩ দিন। তিনি স্ত্রী এবং ১ ছেলে, ১ মেয়ে, ৫ ভাই, ৪ বোনসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়