প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০
রাষ্ট্রীয় শোক দিবসে চাঁদপুর বিচার বিভাগের মিলাদ ও দোয়া
রাষ্ট্রীয় শোক দিবসে চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করার সিদ্ধান্ত নেয় সরকার। সে সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
৩০ জুলাই মঙ্গলবার বাদ জোহর জেলা জজ আদালতের নিচতলার মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ লোকমান হোসেন।
মিলাদ ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম, যুগ্ম জেলা ও দায়রা জজ (১) সাইয়েদ মাহবুবুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন, ইন্সপেক্টর মোঃ শহিদুল্লাহ পিপিএমসহ বিচার বিভাগের বিচারক, আইনজীবী ও মুসল্লিরা।