শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০

তীব্র গরমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ

অনলাইন ডেস্ক
তীব্র গরমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ

বৈশাখের শুরু থেকেই সারাদেশে তীব্র তাপদাহ চলছে। প্রচণ্ড গরমে ঘর থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে। জরুরি কাজের প্রয়োজনে রাস্তায় বের হয়ে খোলা আকাশের নিচে বেশিক্ষণ অবস্থান করা যাচ্ছে না। প্রচণ্ড গরম, রোদ ও রাস্তার বালুর কারণে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বেশিক্ষণ রোদে থাকার কারণে অনেকেরই শরীরে ফোস্কা পড়ে যাচ্ছে। এছাড়া তীব্র তাপদাহের কারণে বাড়ছে বিভিন্ন রোগবালাই। ফলে হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ বাড়ছে।

গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল বাড়ছে রোগী। পুরো হাসপাতালে ডায়রিয়া, পেটের পীড়া, ঠাণ্ডা, জ্বর-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানি শূন্যতা ও হিটস্ট্রোক রোগীর সংখ্যা শয্যার চেয়েও অতিরিক্ত। এসব রোগীর মধ্যে অসুস্থ, বয়স্ক ও শিশুরাই বেশি। এমন পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসকগণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছেন। চিকিৎসকগণ এই গরমে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। গরম আরও বাড়লে রোগীর চাপ বাড়বে বলে জানান হাসপাতালের চিকিৎসকগণ।

চিকিৎসকরা বলছেন, এমন তীব্র গরমে মানুষের সমস্যা হবে এটাই স্বাভাবিক। তবে কিছু নিয়ম মেনে চললে এই গরমেও নিরাপদ থাকা যায়, ভালো থাকা যায়। এ সময় সবাইকে বাইরে বের হলে, রোদে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে। ছাতা, ক্যাপ ব্যবহার করতে হবে। প্রচুর পানি, লেবুর শরবত, স্যালাইন ও তরল খাবার খেতে হবে। তেল-মশলাজাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। যারা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছেন তারা খুব বেশি প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাইরে বের না হওয়াই ভালো।

এদিকে সারাদেশে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার শঙ্কায় ইতিপূর্বে তিনদিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। চলমান তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ-মাদরাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়