প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:০০
স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে চাঁদপুর সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্যে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, সদর থানার অফিসার ইনচার্জ, এনআইএলজির প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সদস্য ও সচিবসহ সংশ্লিষ্ট অংশীজন। সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
উক্ত কোর্সে স্থানীয় সম্পদ আহরণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে নিজস্ব সম্পদ হতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, আয়ের উৎসসমূহ হতে নিয়মানুযায়ী আয় করে তহবিল সংগ্রহে অনুপ্রাণিত করা, টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সম্পদ আহরণের সম্পর্কিত ধারণা প্রদান করা হয়।