বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে চাঁদপুরের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার গণভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সারাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন। চাঁদপুর জেলা থেকেও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। চাঁদপুর জেলার আট উপজেলা থেকেই নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

চাঁদপুর থেকে যাঁরা অংশগ্রহণ করেন তাঁরা হচ্ছেন : জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, পূজা উদযাপন পরিষদ সদর উপজেলার সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের নেত্রী মাধুরী সাহা, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি রাধাকান্ত দাস, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি হিতেশ শর্মা, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ফণী ভূষণ মজমুদার, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অজিত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত লাল মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বলাই সরকার, চন্দন দে, সুকান্ত দে, লিটন মজুমদার, মনা ঘোষ, জনি দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়