প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানকে মোকাবিলা করেছে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন চাঁদপুরের শামীম হোসেন পাটোয়ারী। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে ১৪৪তম খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটলো শামীমের। এর আগে টি-টোয়েন্টি দলে নিয়মিত হলেও ওয়ানডেতে অভিষেকটা হচ্ছিল না তার। যদিও এই ফরম্যাটেও নিজের কার্যকারিতা আগেই প্রমাণ করেছেন তিনি।
লিস্ট এ ক্রিকেটে শামীম খেলেছেন ৪৮ ম্যাচ। যেখানে ব্যাট হাতে ৪৪ ইনিংসে করেছেন ১ হাজার ৯৩ রান। ছয় অর্ধশতক ছাড়াও আছে একটি সেঞ্চুরি। গড় ২৯-এর কিছুটা নিচে। তবে ৮০-এর উপরে থাকা স্ট্রাইক রেট দলকে আশা দেখাচ্ছে।
বাংলাদেশ দলে এই মুহূর্তে চলছে লোয়ার মিডল অর্ডার ব্যাটারের সংকট। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের বিকল্প হিসেবে অনেককেই খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে কাউকেই এখন পর্যন্ত নির্ভরযোগ্য হিসেবে পাওয়া হয়নি। শামীম পাটোয়ারী অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে প্রমাণ করেছেন। জাতীয় দলের হয়ে তার স্ট্রাইক রেট ১২০-এর কাছাকাছি।
বাংলাদেশের পাওয়ার হিটারের অভাব সবসময়ের। ভৌগোলিক কারণ, খাদ্যভাস সবকিছু মিলিয়েই পাওয়ার হিটার দেখা যায় না খুব একটা। শামীমকে বাংলাদেশের ভবিষ্যৎ দলে সেই অভাব পূরণের যোগ্য একজন হিসেবে ভাবছেন অনেকে। এবার নিজেকে প্রমাণ করার পালা তার।
অভিষেক ম্যাচে শামীম পাটওয়ারী ৬ বল থেকে ১১ রান করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি রান আউট হয়েছেন।
সূত্র : আমাদের সময় ডটকম।