শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০

চাঁদপুরে এই প্রথম চ্যারিটি ম্যারাথন অনুষ্ঠিত
বাদল মজুমদার ॥

চাঁদপুরে এই প্রথম পৌরসভার পৃষ্ঠপোষকতায় সোস্যাল কেয়ার ইনফিনিটির আয়োজনে চ্যারিটি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ আগস্ট শুক্রবার ভোর ৬টায় চাঁদপুর স্টেডিয়াম গেট থেকে ম্যারাথন রানাররা যাত্রা শুরু করে। রানাররা চাঁদপুর শহর প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু সড়ক দিয়ে ওয়্যারলেছ বাজার হয়ে চাঁদপুর-কুমিল্লা সড়ক দিয়ে স্টেডিয়ামের প্রধান গেটে এসে সমাপ্ত হয়। রানাররা যখন শহর প্রদক্ষিণ করছিলো সেই দৃশ্যটি দেখতে সড়কের পাশে শত শত মানুষ দাঁড়িয়ে থাকে। সকাল ১০টায় স্টেডিয়ামে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোস্যাল কেয়ার ইনফিনিটির সভাপতি সায়মুন সায়েম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, চাঁদপুরে মিনি ম্যারাথনের যাত্রা শুরু হলো। আগামীতে দেশব্যাপী স্বনামধন্য রানারদের নিয়ে বড় পরিসরে ম্যারাথনের আয়োজন করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লেমন ক্রিকেট একাডেমির পরিচালক শামিম ফারুকী। সঞ্চালনায় ছিলেন রিধিকা বিশ্বাস রিয়া। সংগঠনের কার্যকরী সদস্য রিমঝিম শীল খুশি, অর্ণব কুমার মজুমদার প্রান্ত, নিরব সরকার আপন, ইসরাক হায়দার চৌধুরী, রাহুল মণ্ডল, ত্রিতম ভৌমিক, হামিম রহমান হিমেল, বায়জিদ খান, তানজিম তাহের ফাহিম, প্রণব ঘোষ ও মাইনুল ইসলাম। পরে রানারদের মাঝে মেডেল, সার্টিফিকেট ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়