শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০

দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে তৃণমূল থেকে ঐক্যবদ্ধ হতে হবে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরণে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে উক্ত ইউনিয়নের হোসেনপুর বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে শোক দিবসের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে তৃণমূল থেকে ঐক্যবদ্ধ হতে হবে। নৌকার প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার পক্ষে কাজ করবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, টামটা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ও মোস্তফা চৌধুরী।

হোসেনপুর বাজার মসজিদ মাঠে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হোসেন মীরের সঞ্চালনায় টামটা উঃ ইউনিয়নে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির পলাশের সভাপ্রধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সাহাদাত হোসেন সাদু, উপজেলা আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন জুয়েল, হুমায়ুন কবির হিরু, মীরু, মহসিন পাটোয়ারী, লিটন রায় চৌধুরী, রফিকুল ইসলাম রকি, আলমগীর হায়দার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডাঃ কামাল, হাজী ছেফায়েত উল্লাহ, রহিম স্বর্ণকার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, ফারুক আহমেদ, উপ-সম্পাদক মাজারুল ইসলাম বাবলা, সুমন দর্জি, সদস্য সুমন মিয়াজী, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান পলাশ, সাজ্জাদ হোসেন সুজনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্য নেতৃবৃন্দ ।

শোক সভা শেষে বাদ মাগরিব বাজার মসজিদের ক্ষতিব আলহাজ্ব আবুল হাসেম জিহাদী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়