শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০

অতীত ইতিহাস মনে রেখে দেশকে এগিয়ে নেবার দায়িত্ব শিক্ষার্থীদের
মতলব প্রতিনিধি ॥

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেছেন, মনোযোগ সহকারে নিয়মিত পড়াশোনা করলে সফলতা আসবেই ইনশাআল্লাহ। বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর উন্নয়নের রূপকার দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশ জাতির পিতার কন্যার হাত ধরে আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে এমপি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, অতীত ইতিহাস মনে রেখে দেশকে এগিয়ে নেবার দায়িত্ব তোমাদের। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীন দেশের অগ্রগতি রুখে দিতে চেয়েছিল একটি চক্র। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের হাল ধরেন এবং বর্তমানে দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন। আর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন তোমাদের।

১৪ আগস্ট সোমবার সকালে মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মাসুদ রানা পাটোয়ারীর সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ আবদুল মান্নানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সালেহ আহমেদ। আরো বক্তব্য রাখেন মতলব বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউছার আলম পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ও মোঃ শাওন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়