প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০
লেখাপড়া ছেড়ে জীবিকার টানে প্রবাসে যাওয়ার ২৭ দিন পর লাশ হয়ে দেশে ফেরা নাছির উদ্দিন মিলন তালুকদার (২২)-এর শোকাহত ও বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা। ১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে তিনি মরহুম মিলনের বড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামে ছুটে যান। সেখানে তিনি মিলনের বাবা শাহাদাত তালুকদার ও দাদীর সাথে কথা বলেন। এ সময় শোকার্ত পরিবারকে সান্ত¡না জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষে আর্থিক সহায়তা তুলে দেন মিরনের বাবার হাতে। এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ২০ জুলাই সৌদি আরবের মক্কায় কর্মের সন্ধানে যান নাছির উদ্দিন মিলন তালুকদার। সেখানে তার চাচা শামছুদ্দিনই তাকে ভিসার ব্যবস্থা করে দেন। কিন্তু গত ১ আগস্ট তিনি ব্রেন স্ট্রোক করেন এবং ৩ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।