শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মানবতাবাদী মানুষ ছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা ১৫ আগস্টে সেই মানবতাবাদী একজন মহান নেতাকে নির্মমভাবে হত্যা করেছে। ১৫ আগস্টের সেই নির্মম ইতিহাসের কথা অনেকেই জানেন।

তিনি বলেন, জাতির পিতার ন্যায়-নীতি এবং আদর্শকে যদি আমরা লালন করি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে হারানোর সাধ্য কারো নেই। তাই আসুন জননেত্রীর জন্যে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্যে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্যে কাজ করি।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বিশ্ব মানবতা ও শান্তির অগ্রদূত। বঙ্গবন্ধু ছিলেন ডায়নামিক ও ক্যারিশমেটিক গ্রেট লিডার। বঙ্গবন্ধুর অসীম সাহসী নেতৃত্ব তখনকার সময়ে বিশ্বমঞ্চে আলোচিত ছিল।

সুজিত রায় নন্দী বলেন, পচাত্তরের পনরো আগস্ট স্বাধীনতা বিরোধী অপশক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। তারা কেবল ব্যক্তি মুজিবকে হত্যা করেছে, কিন্তু মুজিবের আদর্শকে হত্যা করতে পারেনি। আর তাই বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন।

তিনি বলেন, শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতার প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। শেখ মুজিব মানেই বাঙালির ঠিকানা। শেখ মুজিব মানেই বাঙালির আদর্শ। শেখ মুজিব মানেই ঝড়-ঝঞ্ঝার মাঝে মাথা উঁচু করে বাঙালির সঠিক পথে চলা। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, এদেশ কখনো পথ হারাবে না। শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবে।

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ সর্দার, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মারুফ, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, মজিবুর রহমান, জয়নাল আবেদীন, হাবিবুর রহমান দুলাল ও রওশান বেপারী, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান হাজী মোঃ শাহ আলম, মুক্তিযোদ্ধার সন্তান মশিউর রহমান মিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান লিটু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইফতেখার হোসেন ফারুক, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান পরান। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান। সবশেষে আগত অতিথিসহ সকলের মাঝে তবররুক ও মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়