শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০

পিতা মুজিবের আদর্শ নিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে রূখে দাঁড়াবো
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতীয় শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার জেআর ওয়াদুদ টিপু। তিনি সদর উপজেলার আশিকাটি, কল্যাণপুর, বিষ্ণুপুর, মৈশাদী, তারপুরচণ্ডী ইউনিয়ন, বালিয়া ইউনিয়ন ও পৌরসভার ১৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রথমে তিনি পৌরসভার ১৪নং ওয়ার্ড বাবুরহাটে অনুষ্ঠিত শোক সভায় যোগদান করেন। এরপর পর্যায়ক্রমে তিনি আশিকাটি ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা ও গণভোজে, মৈশাদী ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের শোক সভা ও গণভোজ, কল্যাণপুর ইউনিয়নের ১৭নং দাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের শোকসভা ও গণভোজ এবং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ মাঠের শোকসভা ও গণভোজ ও কল্যাণপুর ইউনিয়নের দাসাদী মাদ্রাসা মাঠের আলোচনা ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহীদুল্লাহ খান, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, কেন্দ্র কমিটির সভাপতি মনির হোসেন, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ খান দুদু, মহসিন পালোয়ান, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদ খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ডাঃ জেআর ওয়াদুদ টিপু তাঁর বক্তব্যে বলেন, যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না, একটি স্বাধীন মানচিত্র আমরা পেতাম না, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শুধু নিপীড়িত-নির্যাতিত বাঙালির নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের নিপীড়িত মানুষের নেতা। সেই বিশ্ব নেতাকে সপরিবারে নির্মমভাবে ঘাতকের দল হত্যা করে। বিনম্র শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের প্রতি। পিতা মুজিবের আদর্শ নিয়ে আগামীদিনে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে রূখে দাঁড়াবো এই হোক আজকে আমাদের অঙ্গীকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়