শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর বিচার বিভাগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার সকালে চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে সকাল ৬টায় জেলা জজ আদালতের সামনে জাতীয় পতাকা ও শোক দিবসের পতাকা উত্তোলন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক ।

সকাল সাড়ে ৯টায় জেলা দায়রা জজ আদালত ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চাঁদপুর বিচার বিভাগের বিচারকসহ বিচার বিভাগ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কর্মকর্তা- কর্মচারীগণ।

জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে সকাল ১০টায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।

সভায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু সারাজীবন বাঙালির মুক্তির জন্যে আন্দোলন-সংগ্রাম করে বাঙালি জাতিকে মহান মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাঙালির অর্থনীতির মুক্তি। ১৯৭৪ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমীর ভাষণের ভিডিওতে দেখতে পাই, সেখানে তিনি সুনিদিষ্ট একটি বক্তব্য দিয়েছেন। বঙ্গবন্ধুর বক্তব্য ছিলো আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এই দায়িত্ব নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেশ অনেক দুর এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের ওপর দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, করোনার পর আমাদের দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। বিচারিক কাজে আমরা যারা চাঁদপুরে আছি আমাদের কর্ম ও চিন্তায় আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবো।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম, যুগ্ম জেলা জজ (১) অরুণ পাল, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, সহকারী জজ মোঃ ইবরাহীম সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ভিপি ও জিপি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডঃ সাইদুল ইসলাম বাবু, জিপি অ্যাডঃ আব্দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আহছান হাবীব, জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডঃ মেরাজ আহমেদ সিদ্দিকী, জেলা জজ আদালতের নাজির ও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম গাজী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপনসহ বিচার বিভাগের বিচারকসহ আইনজীবীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী জজ ইবরাহিম সরকার। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সিনিয়র জুডিসিয়াল আদালতের বেঞ্চ সহকারী মোঃ ফারুক আহমেদ ও গীতা পাঠ করেন কচুয়া সহকারী জজ আদালতের সেরেস্তাদার নারায়ণ চন্দ্র দে।

দুপুরে চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সহযোগিতায় চাঁদপুর সদরের বিটি রোডস্থ আলহাজ্ব কাজী তাফাজ্জল হোসেন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এতিম শিশুদের মাঝে বঙ্গবন্ধুর ওপর আলোচনা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ভিপি জিপি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফ হোসেন। উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হুমায়ন কাজীসহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়