শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

জাতির পিতার খুনের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে
রবিউল হাসান ॥

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজ ও চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার হাসপাতালের কনফারেন্স রুমে দুপুর ১২টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও চাঁমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু নামটি আমাদের বাঙালি জাতির সাথে মিশে আছে। ১৯৭৫ সালের এইদিনে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে নামটি মুছে দিতে চেয়েছিল। এদিন (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা সপরিবারে হত্যা করে। ভাগ্যক্রমে তাঁর দুই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা বিদেশে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধু হত্যার পর এ হত্যার বিচার করা হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হত্যাকারীদের আইনের আওতায় আনা হয় এবং বিচার করা হয়। কিন্তু অনেকেরই বিচার কার্য এখনো শেষ করা হয়নি। অনেকেই দেশের বাইরে অবস্থান করছে। অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শ। বঙ্গবন্ধু নেই, কিন্তু ওনার রেখে যাওয়া কাজগুলো আমাদের সমাপ্ত করতে হবে। এই দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হিসেবে গঠন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু তাঁর আদর্শকে হত্যা করতে পারে নি। আমাদের সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙালি জাতিকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তর করতে চেয়েছিলো। বাঙালি জাতির উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএমএ সভাপতি ডাঃ সৈয়দ নূরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, সাংগঠনিক সম্পাদক ডাঃ ফরিদ আহমেদ, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সোহেল আহমেদ, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম পাটোয়ারী।

চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক (সার্জারী) ডাঃ হারুন অর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী আরদিন জাহান মিথুয়া, হাসপাতালের সিনিয়র নার্স শাহানা পারভীন, জুনিয়র নার্স মিথুন সাহা, টেকনিশিয়ান আবদুস সামাদ আজাদ, মেডিকেল টেকনোলজিস্ট ফয়েজ আহমেদ এবং প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা হাবিবুল্লাহ।

উল্লেখ্য, আলোচনা সভা ও দোয়া মাহফিলে চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এবং চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়