প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদে ১৫ আগস্ট স্মরণে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বানে সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি চাঁদপুর জেলা শহরে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি) নেতৃত্বে অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ চাঁদপুর সরকারি কলেজ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সম্মুখস্থানে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জাতির পিতার হত্যার প্রতিবাদ জানান।