প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০০:০০
আজ রক্তাক্ত ১৫ আগস্ট। সেই কলঙ্কিত কালো দিন। রক্তের অক্ষরে লেখা ধন্য সেই মহামানবের বিয়োগ ব্যথায় বিহ্বল হওয়ার শোকাবহ দিন। পঁচাত্তরের ১৫ আগস্ট গভীর রাতে সেই কালো মেঘ নিষ্ঠুরভাবে গ্রাস করেছিল রাজধানী ঢাকাকে। আর সেই কালো রাতে রচিত হয় ইতিহাসের সবচাইতে নির্মম নিষ্ঠুর জঘন্যতম ঘৃণ্য কলঙ্কিত এক হত্যাযজ্ঞের। একাত্তরের পরাজিত শক্তির ঘৃণ্য সর্বনাশা চক্রান্তে একদল ঘাতক পৈশাচিকভাবে হত্যা করে বঙ্গবন্ধুকে। সেই দানবদের নিষ্ঠুর রক্তের হোলি খেলার বলি হয়েছিলেন বঙ্গবন্ধুর পরিবার-পরিজনও। হায়েনারা সেদিন রচনা করেন ইতিহাসের কলঙ্কিত অধ্যায়।
ঘাতকচক্র সেদিন আমাদের জাতীয় ইতিহাসে যেই কলঙ্কের কালিমা লেপন করেছিল, সে পথ ধরে জাতির পিতার নামটি মোছার অনেক অপচেষ্টা হয়। কিন্তু সেটি সম্ভব হয়নি। শুধু তাই নয়, মিথ্যার ধূম্রজাল সৃষ্টি হয় মহান স্বাধীনতার ঘোষণা নিয়ে। কিন্তু মিথ্যা দিয়ে কি ঢাকা যায় ইতিহাসের অমোঘ সত্যকে? তামাম বিশ্ব জানে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।
জাতির পিতাই স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। আজকের এই বেদনা বিধূর দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুসহ সেদিন যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
সুজিত রায় নন্দী
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ