শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০

কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে কলা, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা  জরিমানা
মিজানুর রহমান ॥

বছর জুড়েই চাহিদা থাকে কলার। এই সুযোগে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে কলা পাকাতে ব্যস্ত চাঁদপুরের কতিপয় অসাধু ব্যবসায়ী। এদিকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে কাঁচা কলা পাকানোর দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম। এ ছাড়া রাসায়নিকে পাকানো কলা নষ্ট করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন জানান, ১৩ আগস্ট রোববার সকালে চাঁদপুর শহরের পালবাজার, চৌধুরী ঘাট, কয়লা ঘাট ও রেলওয়ে বড়স্টেশন মোলহেড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

পাল বাজারের চৌধুরী ঘাটের অনেক কলার দোকান তদারকি করা হয়। এ সময় ‘ভাই ভাই কলা আড়ত’ প্রতিষ্ঠানে কাঁচা কলা পাকাতে কেমিক্যাল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করতে দেখা যায়। দেখার সাথে সাথে দোকান মালিক তা লুকিয়ে রাখার চেষ্টা করেন। পরবর্তীতে কেমিক্যালটা হাতেনাতে ধরে ফেলা হয় এবং দোকান মালিক তার দোষ স্বীকার করেন।

খাদ্য সামগ্রীতে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক ভাই ভাই কলা আড়তকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানের সময় বাজার তদারকি টিমকে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই নয়ন আচার্যীসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়