প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ২০২৩ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ আগস্ট শনিবার সকালে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথিবর্গ ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে কলেজের গান্ধীভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম, বিপিএম (সেবা)। তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমরাই দেশ ও জাতিকে পথ দেখাবে, তার জন্যে তোমাদের যোগ্য করে তুলতে হবে। আজ লেখাপড়ার ক্ষেত্রেও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা চলছে, কার চেয়ে কে কত ভালো রেজাল্ট করতে পারে তা নিয়ে। সেই প্রতিযোগিতায় তোমাদের টিকে থাকতে হলে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং ভালো মানুষ হতে হবে। হতে হবে সৎ ও আদর্শ চরিত্রের অধিকারী। যদি তা না হতে পারো তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি সভাপ্রধানের বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং শিক্ষা ছাড়া কোনো জাতির যে উন্নয়ন সম্ভব নয়, তা তিনি অনুধাবন করতে পেরেছিলেন। তাই অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে জাতির পিতার প্রচেষ্টা ছিলো লক্ষণীয়। আজ তাঁরই যোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোনো শিক্ষার্থী যাতে পাঠ্যপুস্তকের অভাবে বিদ্যালয় থেকে ঝরে না যায় তার জন্যে তিনি বছরের প্রথম দিনেই বিনামূল্যে পাঠ্য পুস্তক প্রদানসহ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে ওঠার লক্ষ্যে বিভিন্ন সুযোগ-সুবিধার বন্দোবস্ত করেছেন। যাতে সকলেই শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে নিজেকে যোগ্য করে তুলতে পারে। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, খুব শান্ত ও স্থির মনে প্রশ্নপত্রে উত্তর লিখবে। কিছুতেই হতাশ হবে না। মনে রাখবে তোমাদেরকে নিয়ে তোমার বাবা-মা যেমন স্বপ্ন দেখে, তেমনি আমরাও তোমাদের নিয়ে স্বপ্ন দেখি, একইভাবে স্বপ্ন দেখে দেশ ও জাতি। কারণ আগামী দিনে তোমরাই দেশের আলোকবর্তিকা। তোমাদের উপরই নির্ভর করবে দেশ ও জাতির উন্নয়ন। তোমরা শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে এটাই আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মোঃ ইয়াসিন আরাফাত ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস। এ সময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন হারুনুর অর রশিদ তালুকদার, আব্দুল হান্নান মিয়াজী, সেলিম পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠান শেষে নবাগত পুলিশ সুপার নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত কলেজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং প্রাকৃতিক পরিবেশে কলেজটি গড়ে তোলায় সন্তোষ প্রকাশপূর্বক কলেজ প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।