প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনের শিশু ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত এবং চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন।
ক্লাব সভাপতি মিতু আক্তারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আইপিপি রোটাঃ মাহমুদা খানম, সাবেক সেক্রেটারী ডালিয়া খানম, সাবেক সভাপতি তাসনুভা রহমান তন্বী, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, সেক্রেটারী মোসাঃ আফরোজা পারভীন, ট্রেজারার নাসরিন আক্তার, আইএসও ফাহমিদা আক্তার, এডিটর মারিয়া শারমিন মিথিলা, সদস্য নাজমা আক্তার, ফৌজিয়া পুতুলসহ অন্য সদস্যবৃন্দ।