শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০

ভাঙ্গন রোধে চারটি প্রকল্প এলাকাতে জরুরি ভিত্তিতে কাজ করা হবে
মিজানুর রহমান ॥

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, চাঁদপুরে নদী ভাঙ্গনরোধে এ পর্যন্ত যতটুকু কাজ হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। তাই আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি। কারণ, শেখ হাসিনার সরকার মানুষের জন্য যা প্রয়োজন তা দেন। এখন নদী ভাঙ্গন যেটুকু আছে তা থেকে রক্ষার জন্য আগামীতেও শেখ হাসিনার সরকার দরকার। আসছে নির্বাচনে নৌকাতেই ভোট দিতে হবে।

১২ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের আয়োজনে চাঁদপুর জেলার সদর উপজেলার বিষ্ণুপুর ও ইব্রাহিমপুর ইউনিয়নে নদীভাঙ্গন রোধ এবং চাঁদপুর শহর রক্ষাবাঁধ প্রকল্পের বিষয়ে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম (সেবা), চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

শহর রক্ষা বাঁধসহ চাঁদপুরের নদী ভাঙ্গন বিষয়ক সচিত্র তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম।

এছাড়া নদী ভাঙ্গন এলাকার জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোঃ শামীম খান, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ কাসেম গাজী, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি ও সাইফুল ইসলাম ভূঁইয়া।

উপস্থিত ছিলেন সদর ইউএনও সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, পিপি অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার লিলি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, শিক্ষামন্ত্রীর স্থানীয় প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, নদী ভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম চাঁদপুর দক্ষিণ অঞ্চল শাখার সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্টু গাজীসহ অন্যরা।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেন, এই মুহূর্তে নদী ভাঙ্গন রোধে চারটি প্রকল্প এলাকাতে জরুরি ভিত্তিতে কাজ করা দরকার। সেটার জন্যে যে বরাদ্দ লাগবে তা নিশ্চিত করার জন্যে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সাথে আমি কথা বলেছি। জরুরি ভিত্তিতে কাজ করার জন্য যেন বরাদ্দ দেয়া হয়। চাঁদপুর শহর রক্ষাবাঁধের স্থায়ী প্রকল্পটি পাস হবার উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি দ্রুততার সঙ্গে এটিও পাস হবে।

মন্ত্রী বলেন, মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছে। এ সরকার দিতে পারেন বলেই মানুষ তার কাছে চায়। বিএনপি-জামায়াত সরকারে থাকাকালীন মানুষ কিছুই পায়নি। তাদের সময় যারা এমপি ছিলেন তাদের বাড়ির রাস্তা, ব্রিজও আমাদের সময় করে দিতে হয়েছে। সুতরাং চাঁদপুরে যেটুকু নদী ভাঙ্গন রয়েছে, তার স্থায়ী কাজসহ ভাঙ্গন রোধে আগামী নির্বাচনে নৌকাতেই ভোট দিবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়