প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ আগস্ট শুক্রবার রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি বলেন, জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা শেখ হাসিনার আদর্শের সৈনিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। যার যার অবস্থান থেকে এবং স্ব স্ব উদ্যোগে এগিয়ে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক সমৃদ্ধ। নিজের দায়িত্ব আন্তরিকতা ও উদারতা দিয়ে পালন করতে হবে। আমরা শেখ হাসিনার সৈনিক হিসেবে শৃঙ্খলা মানবো এবং ঐক্যবদ্ধ থাকবো।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু দেশেই নয়, এ উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় নেতা। চাঁদপুর জেলাসহ গোটা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। নেত্রী ও দেশের প্রশ্নে কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যে আলোকিত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখতে আমরা ঐক্যবদ্ধ থাকবো।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন, জাতীয় শোক দিবস সবাই যথাযথ মর্যাদায় ও সুন্দরভাবে পালন করবো। জাতীয় শোক দিবসে শপথ নিবো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে সরকার গঠন করবো।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সায়েদ সরকার, জেলা আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।