প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা সদরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ নিয়াজী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্মণ্ডআহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমনসহ অন্য নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।