শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০

বর্তমান শিক্ষার্থীরাই বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন : শিক্ষামন্ত্রী
বিমল চৌধুরী ॥

চাঁদপুর সদরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ আসনের এমপি, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। গতকাল ১১ আগস্ট শুক্রবার দুপুরে উৎসবমুখর পরিবেশে শিক্ষক, ছাত্রী, অভিভাবক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির উদ্বোধনী পর্ব শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মানছুর সরকার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী স্বপন কুমার সাহা, সহকারী প্রকৌশলী অর্ণব দাস, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদস্য আজিজ খান বাদল, পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদস্য সিডু গাজী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষা অনুরাগী সদস্য দুলাল চন্দ্র দাস, দাতা সদস্য মোঃ জাকির হোসেন চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বদরুল হক প্রমুখ।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বিদ্যালয়ে প্রবেশ করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিনসহ সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যগণ তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। একইভাবে বিদ্যালয়ের ছাত্রীরা আবেগাপ্লুত হয়ে আন্তরিকতার সাথে শিক্ষামন্ত্রীকে ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে বরণ করে নেন। এ সময় শিক্ষামন্ত্রী মাতৃস্নেহে কয়েকজন ছাত্রীকে বুকে জড়িয়ে তাদের লেখাপড়া সম্পর্কে জানতে চান এবং তাদেরকে স্মার্ট বাংলাদেশ নির্মাণে যুগোপযোগী শিক্ষা গ্রহণের পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, তোমরাই পারবে জাতির পিতার স্বপ্ন পূরণে সোনার বাংলাদেশ গড়ে তুলতে। তোমরাই বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণের স্বপ্ন।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের বাস্তবায়নে ২০২১ সালের ৩০ অক্টোবর শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ উদ্বোধন করেন।

৮৫ লাখ টাকা ব্যয়ে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণ কাজ গত ৩/৪ মাস পূর্বে শেষ হয়। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় শিক্ষকসহ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়