শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে প্রবাসী কর্তৃক পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার অভিযোগ
ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥

পানি উন্নয়ন বোর্ডের গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় ফরিদগঞ্জ উপজেলা বন বিভাগ ও চাঁদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা অফিসারদের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে। পরে পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগের সমঝোতায় গাছগুলো ফরিদগঞ্জ বন বিভাগের কাছে রাখার জন্য হস্তান্তর করা হয়।

১০ আগস্ট সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্থানীয় খান বাড়ি (হুতার বাড়ি) প্রবাসী হারুন খান ও আলমগীর খানের নির্দেশে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের ওয়াপদা অফিস নামক জায়গা থেকে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি থেকে ৭-৮টি ছোট-বড় মেহগনী গাছ কেটে নিয়ে যাচ্ছিলো। পরে চাঁদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা কর্মচারী আলমগীর গাজী ও ফরিদগঞ্জ উপজেলা বন বিভাগের সহকারী কর্মকর্তা (বিএম) মোঃ মাসুদ মিয়ার হস্তক্ষেপে গাছগুলো উদ্ধার করা হয়। পরে পানি উন্নয়ন বোর্ড ও জেলা বন বিভাগের সমন্বয়ে গাছগুলো ফরিদগঞ্জ উপজেলা বন বিভাগের কাছে জমা রাখা হয়।

এ সময় উপস্থিত বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের দুই সহকারী কর্মকর্তার সাথে কথা হলে তারা বলেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি এখান থেকে আমাদের গাছ কেটে নিয়ে যাচ্ছে। পরে আমরা এখানে এসে গাছগুলো উদ্ধার করি। এ সময় গাছ কর্তনকারী শ্রমিকরা পালিয়ে যায় এবং যে গাড়ি করে গাছগুলো নিয়ে যাচ্ছিল সে গাড়িও সুযোগ পেয়ে গাছ ফেলে গাড়ি নিয়ে চলে যায়। তবে জানতে পেরেছি স্থানীয় প্রভাবশালী প্রবাসী হারুন ও তার ভাই আলমগীরের অনুমতিক্রমে শ্রমিকরা এই গাছ কেটে নিয়ে যাচ্ছিল। পরে আমরা গাছগুলো উদ্ধার করি।

এ সময় এলাকাবাসী জানান, এ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে গাছ কাটা নতুন কিছু নয়। বিভিন্ন সময় বিভিন্নজন প্রতিনিয়তই গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই গাছগুলো কেটে নিয়ে যাওয়ার সময় হয়তো নজরে পড়েছে তাই এতো কিছু। অন্যদিকে গাছ কাটায় অভিযুক্ত প্রবাসী হারুন খান ও আলমগীর খান উপস্থিত না থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নকিব আল হাছান ও জেলা বন কর্মকর্তা তাজুল ইসলামের সাথে কথা হলে তারা বলেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে গাছগুলো উদ্ধার করা হয়েছে এবং দুই দপ্তরের সমন্বয়ে গাছগুলো ফরিদগঞ্জ উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়