শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০০:০০

সুজিত রায় নন্দী দুদিনের সফরে আজ চাঁদপুর আসছেন
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী আজ চাঁদপুর আসছেন। তিনি আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নৌপথে রওয়ানা হয়ে বিকেল তিনটায় চাঁদপুর পৌঁছবেন। এরপর চাঁদপুর সিটি কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে সভায় সভাপতিত্ব করবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কামরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল উপস্থিত থাকবেন। রাতে ফরাক্কাবাদে নিজ বাড়িতে রাতযাপন করবেন।

পরিদিন শনিবার সকাল ১০টায় ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে যোগ দিবেন। সেখানে তাঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (সেবা) ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত (সদর সার্কেল) উপস্থিত থাকবেন। বিকেলে সদ্য প্রয়াত আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ পোদ্দার ও পৌর যুবলীগের সদস্য কামরুল ইসলাম টিটু ভূঁইয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে হাইমচর উপজেলা আওয়ামী লীগের নেতা আমান সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদের কবর জেয়ারত করবেন।

সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করে দলীয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এছাড়াও তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়