প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুরে ৩ হাজার ৮শ’ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আল-আমিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে গ্রেফতারকৃত আল-আমিনকে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় হরিণাঘাট এলাকায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলমের নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এসআই মোঃ শাহরিন হোসেন ও এএসআই তসলিম হোসেনসহ সঙ্গীয় সদস্যরা। এ সময় আল-আমিনের গাড়ি তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আল-আমিন খুলনা জেলার রূপসা থানার ইলাইপুর গ্রামের বুলবুলের ছেলে। সে চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো খুলনায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানায়।
এসআই শাহরিন হোসেন জানান, মঙ্গলবার রাত আড়াইটায় হরিণাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তখন কালো রংয়ের একটি এ্যাপাচি গাড়ি তল্লাশি করে নিল রংয়ের জিপার থেকে ৩ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আল-আমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম জানান, মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তিনি বলেন, আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।