প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০০:০০
‘আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ শ্লোগানে সারাদেশের ন্যায় চাঁদপুরেও ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। গতকাল ৯ আগস্ট বুধবার বিকেলে জেলা ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে চাঁদপুর রোটারী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ রাশেদা আক্তার। তিনি বলেন, সরকারিভাবে আদিবাসী জনগোষ্ঠী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নামেই পরিচিতি পেয়ে আসছে। আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য রয়েছে দীর্ঘদিনের। ইচ্ছে করলেই তাদের নিজস্ব ঐতিহ্য থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা যাবে না। আদিবাসী জনগোষ্ঠী তা অবশ্যই পালন করবে। তাদের জাতিগত উন্নয়নে সরকার সকল সময়ই সচেষ্ট রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্যে সরকারের বরাদ্দকৃত কোটা পূরণে আমরা সবসময়ই কাজ করছি। সরকারের প্রচেষ্টায় আজ তাদের জীবনযাত্রায় অনেক উন্নয়ন সাধিত হয়েছে। আজ এই সম্প্রদায়ের মানুষ শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়নের স্বাক্ষর রেখে চলেছে। এদের অনেকেই এখন আর পূর্বপুরুষদের জাতিগত পেশায় না থেকে উন্নত জীবন গড়ার লক্ষ্যে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং সরকারের বিভিন্ন দপ্তরে বেশ সুনামের সাথে কাজ করছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও জেলা ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার।
ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থা চাঁদপুর জেলা সভাপতি কর্ণরাজ ত্রিপুরার সভাপ্রধানে ও সংস্থার কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের পরিচালক তানভির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি ডাঃ সুখরঞ্জন ত্রিপুরা, প্রবীর ত্রিপুরা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবুল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার ভানু ত্রিপুরা প্রমুখ।
আলোচনা সভার পূর্বে আদিবাসী দিবস উপলক্ষে রোটারী ভবন থেকে র্যালি বের হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আদিবাসীরা আসেন। তারা আদিবাসী দিবসের সফলতা কামনাপূর্বক সরকারের কাছে নিজেদের উন্নত জীবনযাপনে অধিকতর সুযোগ-সুবিধা দাবি করেন।