শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০০:০০

তিনি বাঙালির মুক্তি সংগ্রামের অন্যতম নেপথ্য অনুপ্রেরণাদাত্রী
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

৮ আগস্ট মঙ্গলবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে দুপুর সাড়ে ১২টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবনীভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্রী নাহিদা আক্তার এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রাপ্তী রাণী।

অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান আলোচনায় অংশগ্রহণ করে বলেন যে, ইতিহাসে বেগম ফজিলাতুন নেছা মুজিব কেবল একজন সাবেক রাষ্ট্রনায়কের সহধর্মিণীই নন, তিনি বাঙালির মুক্তি সংগ্রামের অন্যতম নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর দৃঢ় চেতনাকে আরো শাণিত করেছিলেন এই মহীয়সী নারী। প্রত্যেক বাঙালির হৃদয়ের মণিকোঠায় ধ্রুবতারার মতো জ্বলজ্বলে থাকবে বঙ্গমাতার অবদান। তাঁর জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

সভায় শিক্ষকবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়জুর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গোলাম রিদওয়ান। এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নুরাইয়া নবনী, তাসমিয়া আহমেদ সামিয়া, মাহিন, ফাতেমা আক্তার, তামান্না আক্তার, নাহিদা আক্তার, জান্নাতুল মাওয়া, তাছলিমা আক্তার ইতি ও নূর হালিজা তৃষা। উক্ত সভায় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়