প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলার হাশিমপুরে অবস্থিত ফয়জুন্নেছা হাসপাতালে আজ বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় এই ক্যাম্প উদ্বোধন করবেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন।
প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক মোঃ হুমায়ুন কবির জানান, মেডিসন, ডায়াবেটিস, সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে রোগী দেখবেন। তাছাড়া ফয়জুন্নেছা হাসপাতালে কম খরচে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ রয়েছে। তিনি সবাইকে নির্ধারিত সময়ে এসে ফ্রি মেডিকেল ক্যাম্পের সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।