শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০০:০০

বঙ্গমাতার সেই দীর্ঘ সংগ্রাম থেকে নারীদের শিক্ষা লাভ করতে হবে
স্টাফ রিপোর্টার ॥

‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্য বিষয়ে চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, চাঁদপুর-এর আয়োজনে আলোচনা সভা, নারীদের মাঝে সেলাই মেশিন, ক্ষুদ্রঋণের চেক ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

গতকাল ৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উল্লেখিত আয়োজন সম্পন্ন হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, আজকের এ আয়োজনে নারীদের নিয়ে আসার কারণ হচ্ছে আপনাদেরকে অনুপ্রাণিত করা। আপনারা মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সম্পর্কে ধারণা লাভ করে তাঁকে আইডল মনে করলে নিজেকে নিজেই অনুপ্রাণিত করতে পারবেন। বঙ্গবন্ধুর সকল আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা দিয়ে গেছেন তিনি। দেশের জন্যে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণার শক্তি যোগানদাতা বঙ্গমাতার সেই দীর্ঘ সংগ্রাম থেকে নারীদের শিক্ষা লাভ করতে হবে। এতে করে আপনার সন্তানরাও সঠিকটি জানতে পারবে।

তিনি বলেন, আজকে আপনাদের যে ক্ষুদ্র ঋণের চেক, প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন ও অনুদান দেয়া হচ্ছে, তা দিয়ে সংগ্রাম, লড়াই ও পরিশ্রম করে আপনাদের নিজেদের জীবন গড়তে হবে। আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। বঙ্গমাতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সামনে ভিশন স্থাপন করেছেন যে, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পৌঁছবো। উন্নত বাংলাদেশ হবে সেই বাংলাদেশ, যেই বাংলাদেশে একজন মানুষও দরিদ্র থাকবে না। প্রতিটি মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে। মৌলিক মানবাধিকার মানে হচ্ছে মানসম্মত শিক্ষা, আপনার চিকিৎসা, বাসস্থান, আপনার খাদ্য, আপনার সকল অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। আমরা জানি যে, আমাদের এখনো আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। সরকারি সেবা প্রদানটি এখনো সেই মাত্রায় নিয়ে যেতে পারিনি। তবে আমরাও চাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পৌঁছুক, আর এ জন্যে আমাদের সকলকে কাজ করতে হবে। যে মহীয়সী নারী বঙ্গমাতাকে নিয়ে এতো আলোচনা করা হলো, আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। বঙ্গমাতার কীর্তিকে আমাদের জীবনে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে বাংলাদেশ ও সমাজ বিনির্মাণে স্ব স্ব অবস্থান থেকে কাজ করলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা, চাঁদপুরের চেয়ারম্যান মাসুদা খান নূর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান, পিপি অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, সনাক সভাপতি ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া প্রমুখ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার ৯ জন নারী উদ্যোক্তার মাঝে ক্ষুদ্রঋণের চেক ও স্বাবলম্বী হওয়ার জন্য জেলার ৪০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এবং শিশু একাডেমি কর্তৃক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদের পরিচালনায় আয়োজিত শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়