প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা দিয়ে গেছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর অনুপ্রেরণার শক্তি। আমাদের শিক্ষার্থীরা এ থেকে শিক্ষালাভ করতে হবে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা একজন মহীয়সী নারী। তাঁর সম্পর্কে ধারণা লাভ এবং তাঁকে আইডল মনে করলে নিজেকে নিজেই অনুপ্রাণিত করতে পারবেন।
তিনি আরো বলেন, মহীয়সী নারী বঙ্গমাতাকে নিয়ে এতো আলোচনা করা হলো, আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। বঙ্গমাতার কীর্তিকে আমাদের জীবনে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে দেশ ও সমাজ বিনির্মাণে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলকে কাজ করতে হবে।
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলতেননেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। আলোচনা সভার পূর্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাসের সভাপ্রধানে বিআরডিবি চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আফরোজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমার দাস, প্রকৌশলী জাকির হোসেন, কৃষি অফিসার চৈতন্য পালসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কাটা ও পুরস্কার বিতরণ করেন।