শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর আজ ৩য় মৃত্যুবার্ষিকী
স্টাফ রিপোর্টার ॥

দৈনিক চাঁদপুর দর্পণ-এর প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর আজ ৩য় মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়ানুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকবৃন্দসহ সকল শুভাকাক্সক্ষীকে উপস্থিত থাকার জন্যে বিনীত অনুরোধ জানিয়েছেন মরহুম ইকরাম চৌধুরীর ছোটভাই দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভি’র স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী।

এছাড়াও ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাসায় পারিবারিক উদ্যোগে বাদ জোহর দোয়ার আয়োজন করা হয়েছে। একই দিন সকল উপজেলায় দৈনিক চাঁদপুর দর্পণের অফিস প্রধান ও প্রতিনিধিদের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ আগস্ট শনিবার ভোর ৪টায় সাংবাদিক নেতা ইকরাম চৌধুরী কিডনী সংক্রান্ত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দেড় দশকেরও অধিক সময় ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি মৃত্যুর দুবছর পূর্বে হৃদরোগে আক্রান্ত হন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে প্রয়োজনীয় চিকিৎসাশেষে তাঁর হার্টে এনজিওপ্লাস্টি (রিং পরানো) হয়। তারপর তিনি কিডনী রোগে আক্রান্ত হলে এক পর্যায়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তার দুটি কিডনীই অকেজো হয়ে যায়। ২০২০ সালে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন।

বৈশি^ক মহামারী করোনার কারণে তাঁকে ভারত নেয়া যাচ্ছিলো না, আর কিডনীদাতা জোগাড় হলেও কিডনী সংযোজন সম্ভব হচ্ছিলো না। এমতাবস্থায় জুলাই মাসে ঢাকায় তাঁর ডায়ালাইসিস শুরু করা হয়। নবম দফা ডায়ালাইসিস শেষে তিনি চাঁদপুর আসলে শ্বাসকষ্টজনিত জটিলতায় আক্রান্ত হন। এমতাবস্থায় ৫ আগস্ট ২০২০ বুধবার রাতে তাঁকে চাঁদপুর শহরের ষোলঘরস্থ বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই রাতেই ঢাকার ধানমন্ডীস্থ কিডনী এন্ড জেনারেল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এখানেই তিনি ২০২০ সালের ৮ আগস্ট শনিবার ভোর রাত ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে ইকরাম চৌধুরীর বয়স হয়েছিলো ৫৩ বছর ৯মাস ২৩ দিন। তিনি স্ত্রী এবং ১ ছেলে ও ১ মেয়ে, ৫ ভাই ও ৪ বোনসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়