শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০

 ‘চাঁদপুরের লোকসংস্কৃতি’ শীর্ষক স্মারক বক্তৃতা
প্রেস বিজ্ঞপ্তি ॥

সেন্টার ফর হিস্ট্রি এন্ড কালচারাল রিসার্চণ্ডএর আয়োজনে ‘চাঁদপুরের লোকসংস্কৃতি’ শীর্ষক স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি চাঁদপুর প্রদত্ত লোকসংস্কৃতি গবেষণায় সম্মাননাপ্রাপ্ত লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুকের সভাপ্রধানে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন দৈনিক শপথ-এর সম্পাদক ও লেখক কাদের পলাশ, ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, প্রবাসী লেখক জমির হোসেন জনি। স্বাগত বক্তব্য রাখেন লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।

প্রধান বক্তা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, সংস্কৃতি হলো আমাদের শেকড়। নিজের সংস্কৃতি সম্পর্কে জানলে আমাদের পথচলা আরও অর্থবহ হবে। শিক্ষার্থীরা জাতির আগামী দিনের কাণ্ডারী। তাই তাদেরকে নিজস্ব সংস্কৃতি চর্চা সম্পর্কে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, লোকসংস্কৃতি আমাদের যাপনের অংশ। মূল্যবোধ ও বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত। লোকসংস্কৃতি কোনো একক ব্যক্তি সৃষ্টি করতে পারে না। সম্মিলিত যাপনের অংশ হিসেবেই লোকসংস্কৃতি গড়ে উঠে এবং সমৃদ্ধ হয়। চাঁদপুরের নিজস্ব লোকসংস্কৃতি আছে। এগুলো চাঁদপুরবাসীর সাংস্কৃতিক সম্পদ।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক বলেন, আজকের আয়োজনটি অত্যন্ত অর্থবহ। শুদ্ধ সংস্কৃতি চর্চা করা আমাদের দায়িত্ব। সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে লোকসংস্কৃতির বিকাশে আমাদের কাজ উচিত।

দৈনিক শপথ-এর সম্পাদক কাদের পলাশ বলেন, সমাজে নানারকম লোককথা, লোকবিশ্বাস, প্রবাদণ্ডপ্রবচন প্রচলিত আছে। অনেকেই জানেন না, আমাদের বহু চিন্তা ও কাজ লোকসংস্কৃতিকে ধারণ করে আছে।

সাংবাদিক জমির হোসেন জনি বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির কারণে লোকসংস্কৃতির অনেক উপকরণ হারিয়ে যাচ্ছে। আমরা একসময় চাঁদপুরে অহরহ নকশিকাঁথা, হাতে লেখা পোস্টার, যাত্রাপালা, আলপনা দেখতাম। যা এখন দেখা যায় না। লোকসংস্কৃতি সংরক্ষণে ও বিকাশে তাই রাষ্ট্রীয়ভাবে কাজ করা উচিত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুলের সহকারী শিক্ষক, কবি ম. নূরে আলম পাটওয়ারী। স্কুলের নবমণ্ডদশম শ্রেণির পঞ্চাশজন শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্যে উপহারস্বরূপ জমির হোসেন লিখিত ‘জীবনের যত গান’ গ্রন্থের ২০ কপি স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মুহাম্মদ ফরিদ হাসান জানান, চাঁদপুরের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি বিষয়ক স্মারক বক্তৃতামালা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে সেন্টার ফর হিস্ট্রি এন্ড কালচারাল রিসার্চ। এ উদ্যোগের অংশ হিসেবে আজকের স্মারক বক্তৃতাটি আয়োজিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়