শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০

ডিবি পুলিশের অভিযানে বিপুল নকল জর্দ্দা উদ্ধার ॥ কারখানা সিলগালা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে নকল জর্দ্দা তৈরির কারখানার সন্ধান মিলেছে। অভিযানে বিপুল পরিমাণ নকল জর্দ্দা ও জর্দ্দা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কারখানা সিলগালা, গ্রেফতারকৃত ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড ও সাজা প্রদান করা হয়েছে। সদর উপজেলার রামপুর ইউনিয়নের সকদী পাঁচগাঁও গ্রামে এই অভিযান চালানো হয়।

গতকাল ৭ আগস্ট দুপুর ২টার সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএমণ্ডএর দিক নির্দেশনায় ডিবি পুলিশের এসআই মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলাধীন ৫নং রামপুর ইউনিয়নে এ অভিযান চালায়। ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সকদি পাঁচগাঁও গ্রামের আব্দুল মজিদ মিজি বাড়ির আজাদ মিয়ার বাড়িতে ডিবি পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে অবৈধভাবে বিভিন্ন কোম্পানীর স্টীকার ব্যবহার করে ভেজাল ও নকল জর্দ্দা তৈরির কারখানার সন্ধান মিলে। কারখানা হতে আজাদ হাকিমপুরী জর্দ্দা ৪ বস্তা, আজাদ হাকিম পাতা ৪ বস্তা, আজাদ আকিজ জর্দ্দা ৪ বস্তা, তামাকের গুঁড়া ৫ বস্তা, অটো প্যাকিং মেশিন ২টি, কৌটা জরাই মেশিন ১টি, কৌটা কাটিং মেশিন ৬টিসহ আরো অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় কারখানার মালিক রিপন মিজি (৩৫)কে (পিতা-মজিদ মিজি, সাং-সকদি পাঁচগাঁও, থানা-সদর, জেলা-চাঁদপুর) গ্রেপ্তার করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত এ অবৈধ কারখানাটি সিলগালা করে দেয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর সদর এসিল্যান্ড মোঃ হেদায়েত উল্লাহ। জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এই সংক্রান্তে পুলিশ সুপার চাঁদপুর জানান, প্রতিনিয়ত নকল, ভেজাল মজুদদারদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়