শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০

প্রবল বর্ষণে চাঁদপুর বড়স্টেশন অভিমুখী সড়কের ধসে পড়া থেকে রক্ষা করলো পৌরসভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরে গত দুদিনের প্রবল বর্ষণে চাঁদপুর শহরের অনেক রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ভেঙ্গে গর্ত আর বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে শহরবাসী দুর্ভোগের সম্মুখীন হয়। এমন পরিস্থিতির মধ্যে সোমবার সকালের তুমুল বৃষ্টিতে চাঁদপুর রেলওয়ে বড়স্টেশনের সামনে যমুনা রোডের মাথায় পৌরসভার প্রধান সড়কের একাংশ ধসে পড়ার উপক্রম হয়েছে।

এলাকার প্রত্যক্ষদর্শী দোকানদাররা জানান, রাস্তার দুই পাশে রেলওয়ের পুকুর, মাঝখান দিয়ে বড়স্টেশন মোলহেডে যাতায়াতের গুরুত্বপূর্ণ এ রাস্তার কিছু অংশের মাটি বৃষ্টির পানির চাপে সরে গিয়ে সেখানে বড় আকারের সুড়ঙ্গ তৈরি হয়। মানুষের যাতায়াত এবং যানবাহনের চাপে রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে।

তাৎক্ষণিক বিষয়টি পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম ও পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে স্থানীয়রা জানালে ভেঙ্গে যাওয়া থেকে রাস্তাটি রক্ষায় দ্রুত উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। বিকেল সাড়ে পাঁচটার দিকে সরজমিনে দেখা যায়, জরুরি ভিত্তিতে ঠিকাদার নিয়োগ করে রাস্তাটি রক্ষায় কংক্রিট ও বালুভর্তি বস্তা স্থাপনের কাজ করানো হচ্ছে।

পৌর নির্বাহী প্রকৌশলী, প্যানেল মেয়র, কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত থেকে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

এলাকার লোকজন জানান, দ্রুত ব্যবস্থা নেয়ায় রাস্তাটি বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে রক্ষা পেল। রেল পুকুরের পানি এবং বৃষ্টির পানির চাপে মাটি নরম হয়ে রাস্তার নিচের অর্ধেক অংশ পর্যন্ত সুড়ঙ্গ হয়ে গেছে। আরেকটু বৃষ্টি পেলে রাস্তাটি ভেঙ্গে পড়তো।

পৌর নির্বাহী প্রকৌশলী এইচএম শামসুদ্দোহা জানান, গত ক’দিনের বৃষ্টিতে পৌর এলাকার অনেক রাস্তাই খারাপ হয়ে গেছে। মানুষের যাতায়াতে যাতে অসুবিধা না হয় সেজন্যে ভাঙ্গা রাস্তাগুলো মেরামত করে দিচ্ছি। বৃষ্টি বাদলের সময় চলে গেলে নতুন করে রাস্তার কাজ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়