প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশিত হবার একদিন পর চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা পুরাণবাজার-নতুনবাজার ব্রিজ-রাস্তার গর্ত ভরাট করেছে সড়ক বিভাগ। শনিবার চাঁদপুর সড়ক বিভাগের সংশ্লিষ্ট শাখা ব্রিজ অ্যাপ্রোচ রাস্তার অংশে থাকা ছোট-বড় গর্তগুলো পাথর ও বিটুমিন দিয়ে ভরাট করে দিয়েছে। সাময়িক এ সংস্কার কাজ করানোর কারণে যানবাহন চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং জনদুর্ভোগ কমে আসবে বলে মনে করেন তারা। ব্রিজ-রাস্তা জুড়ে বেশ কিছুদিন যাবৎ অসংখ্য গর্ত বিরজমান ছিলো। এ সমস্যা নিয়ে শুক্রবার দৈনিক চাঁদপুর কণ্ঠে সচিত্র সংবাদ ছাপা হয়। এর একদিন পর চাঁদপুর সড়ক বিভাগ তাৎক্ষণিক রাস্তা মেরামতের উদ্যোগ নেয়।
সচেতন মহলের মতে, চাঁদপুর শহরের উপর দিয়ে এই ব্রিজটি যান চলাচল ও এপার ওপার পারাপারে জনসাধারণের জন্য খুবই গুরুত্ব বহন করে। যানবাহন চলাচলে রাস্তা সমতল না থাকায় দুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা ছিলো প্রকট। ব্রিজ-রাস্তাটির প্রতি কর্তৃপক্ষের সবসময় নজর এবং সংস্কার আশা করেন ভুক্তভোগীরা।