শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০

যে আদালত এ রায় দিয়েছে, সেই আদালত শেখ হাসিনার মামলাগুলো খারিজ করেছে
স্টাফ রিপোর্টার ॥

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানকে কারাদণ্ডের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার বিকেলে শহরের হাজী মহসিন রোড, চিত্রলেখা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ করে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

দফা এক দাবি এক, শেখ হাসিনা'র পদত্যাগ বাস্তবায়নের দাবিকে সামনে রেখে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির আয়োজন করে চাঁদপুর জেলা বিএনপি।

বিকেল ৪টার পর থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড ইউনিট থেকে বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে জড়ো হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ কোহিনুর রশিদ।

আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম সেলিম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা তাঁতীদলের সভাপতি আলী আহম্মদ সরকার প্রমুখ।

সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি জসীমউদ্দীন খান বাবুল, ফেরদৌস আলম বাবু, শরীফ মোহাম্মদ ইউনুছ, অ্যাডঃ মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক একে আজাদ, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, মইনুদ্দিন-ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যেমনি মামলা দিয়েছে, তেমনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ১৭টি মামলা দিয়েছে।

কিন্তু আমরা কী দেখলাম! কোনো সাক্ষী নেই। যে আদালত তারেক রহমানকে সস্ত্রীক কারাদণ্ড দিয়েছে অথচ সেই আদালত শেখ হাসিনার মামলাগুলো খারিজ করে দিয়েছে। জোর করে আদালতকে বাধ্য করে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে সাজা দেয়া হয়েছে। এই রায় বাংলার মানুষ মানে না।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ভয় পায়। তারেক রহমান ও তার সহধর্মিণী জোবায়দার নামে একটি চক্রান্তমূলক মামলায় ফরমায়েশি রায় দেয়া হয়েছে। এসব রায়ে বিএনপি ভীত নয়। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানের কারাদণ্ডকে ফরমায়েশি রায় আখ্যায়িত করে অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ রায় দেয়া হয়েছে সরকারের নির্দেশে। এই রায় বিএনপি মানে না, দেশের জনগণ মানে না। আমরা এ রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই রায় বাতিলের দাবি করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়