প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরকে দুইভাগে ভাগ করে রেখেছে ডাকাতিয়া নদী। এই নদীর একপাশে প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার, অপর অংশে শহরের গুরুত্বপূর্ণ এলাকা নতুনবাজার। শহরের এই দুই অংশের সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার জন্যে পুরাণবাজার-নতুনবাজার ব্রিজ নির্মাণ করা হয়। জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি শুধু পুরাণবাজারই নয়, চাঁদপুর দক্ষিণ এলাকাসহ হাইমচর উপজেলায় সড়ক যোগাযোগের একমাত্র পথ।
সরেজমিনে দেখা যাচ্ছে, ব্রিজের যতটুকু অ্যাপ্রোচ সড়ক রয়েছে এবং ব্রিজের ওপর যে রাস্তা রয়েছে, তাতে বহু গর্ত বিদ্যমান। পিচঢালাই উঠে সড়কের পাথর বেরিয়ে গেছে। বৃষ্টিতে সেই গর্তে পানি-কাদা জমে। চাকা গর্তে পড়ে হেলেদুলে চলে যানবাহন। চাঁদপুর শহরের পালবাজারের সম্মুখে ব্রিজ চত্বর হতে পুরাণবাজার অংশের ব্রিজ সড়কটির এখন বেহাল অবস্থা। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহন।
স্থানীয় ব্যবসায়ী ও যাত্রী সাধারণ জানান, ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ যাতায়াত করে থাকে। দীর্ঘদিন ধরে ব্রিজ-সড়কের মেরামত কিংবা নতুন করে সড়কের কাজ না করায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা।
পুরাণবাজার ব্রিজ অংশের ব্যবসায়ী ইমদাদ আহমেদ শেখ জানান, ব্রিজ-সড়কের এই পাড়ের অংশে ঢাল থাকায় গাড়ি নামার সময় কাত হয়ে যায়। ব্রিজের ওপর যে সিমেন্টের স্লাব বসিয়েছে, তার কয়েকটি ভেঙ্গে গেছে। ব্রিজের মাঝখানে লোহার একটি পাত বসানো ছিলো, সেটিও এখন নেই। গাড়ি আসা-যাওয়ার সময় বিকট শব্দ হয়। বিষয়টিতে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সুদৃষ্টি কামনা করেন তিনি।
ব্রীজ-সড়কের ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থাগ্রহণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।