প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্যে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে স্বাধীনতা বিরোধী অপশক্তি একসাথে ৫শ’ স্থানে বোমা হামলায় বিশ্বাসী আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশে শত শত স্কুল, কলেজ, সড়ক, সেতু গড়ায় বিশ্বাসী বলেই দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। যা আজ বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। বাংলাদেশের মানুষ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বাসী। দেশে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদেরকে কঠোর হস্তে মোকাবেলা করবো। উন্নয়নের বৃহত্তর স্বার্থে দেশবাসী নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ।
তিনি গত ২৮ জুলাই বৃহস্পতিবার রাতে চাঁদপুর প্রেসক্লাব ভনের নিচতলায় এলিট চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে আমেরিকা প্রবাসী পারভীন পাটোয়ারী মনি ও কবির পাটওয়ারীর পরিচালনায় দৈনিক একাত্তর কণ্ঠ এবং একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র নিজস্ব অর্থায়নে আর্তমানবতার সেবায় বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নকল্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের নারীদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তাই নারীরা আজ দ্রুত এগিয়ে যাচ্ছে। তারা শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সহযোগিতায় ভালো ফলাফল করছে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আমাদের মেয়েরা অনেক ভালো রেজাল্ট করেছে। আমাদের বিজ্ঞ বিচারপতি-বিচারকদের পবিত্র দায়িত্বে, প্রশাসনে, পুলিশ বিভাগে, শিক্ষাঙ্গনে, বেসরকারি পর্যায়ে অনেক নারী উদ্যোক্তা আছেন, যারা দেশকে এগিয়ে নিচ্ছেন। লক্ষ লক্ষ বেকার নারী আজ কাজের সন্ধান পেয়ে নিরাপদে জীবন-যাপন করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অক্লান্ত পরিশ্রমে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। আজকে প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন, তারা এটা দিয়ে ভালো অনেক কিছু করে সুন্দর জীবনযাপন করছেন।
তিনি বলেন, আমরা বাংলাদেশে আর একসাথে ৫শ’ স্থানে বোমা হামলা দেখতে চাই না, আমরা একসাথে ৫শ’ ব্রিজ, সড়ক, স্কুল, কলেজ বাস্তবায়ন করতে চাই। সেই লক্ষ্য বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহত গতিতে এগিয়ে চলেছে। আমরা আগুন, সন্ত্রাস, হত্যা, জঙ্গিবাদ চাই না। বিদেশি কোনো শক্তির আশায় বা সহযোগিতায় এদেশে ক্ষমতার পরিবর্তন হবে না। এদেশের ক্ষমতার মালিক একমাত্র এদেশের জনগণ। তাই বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগের সরকারের সময় মোবাইল ছিল বিত্তবানদের হাতে। সাধারণ মানুষ ফোন করতে গেলে দশ টাকা গেলেও তারা তখন উন্নয়নের কথা চিন্তা করেনি। নিজেদের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করেছে। বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা, আইনশৃঙ্খলা, নিজস্ব স্যাটেলাইট সকল বিষয়ে সফলতা অর্জন করেছে। এই সফলতা ধরে রাখতে হলে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। তিনি চাঁদপুরের সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধভিত্তিক নামের প্রথম দৈনিক পত্রিকা (যা ঐতিহাসিক ৭ মার্চ তারিখে ডিক্লারেশন ও অনুমোদনপ্রাপ্ত এবং বাঙালি জাতির মুক্তির সনদ জাতীয় ছয় দফা দিবসে অর্থাৎ ঐতিহাসিক ৭ জুন তারিখ চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত ও প্রচারিত) দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলালের সভাপতিত্বে এবং চাঁদপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সিনিয়র সচিব (অবঃ) মোঃ নূরুল আমিন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএমণ্ডসেবা, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর সাবেক নিরাপত্তা প্রধান বিশিষ্ট কবি, লেখক ও ছড়াকার, বীর মুক্তিযোদ্ধা চাঁদপুরের কৃতী সন্তান রওশন আরা রুশো এবং পিপি অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরী।
বিশেষ অতিথি জনাব মোঃ নূরুল আমিন অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে বর্তমান সরকারের মানবিক কর্মসূচি লাখো জনগোষ্ঠীকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও সরকারের যুগোপযোগী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, চাঁদপুর জেলা থেকে প্রতি বছর লক্ষাধিক লোক কর্মের উদ্দেশ্যে প্রবাসে পাড়ি জমায়। এদের মধ্যে অনেকেরই কোনো কাজের বিষয়ে ট্রেনিং, অভিজ্ঞতা নেই। পাসপোর্ট, ভিসা পেলেই বিমানে ওঠার জন্য দৌড়ায়। আজকে আমরা এখানে মহিলাদেরকে সেলাই মেশিন দিচ্ছি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উপজেলায় আমরা অনেক সেলাই মেশিন বিতরণ করি। কিন্তু প্রশিক্ষণের অভাবে এসব উদ্যোগ পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। তিনি একাত্তর ফাউন্ডেশনকে চাঁদপুরে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের অনুরোধ জানান এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএমণ্ডসেবা বলেন, আমি গতকাল চাঁদপুরে যোগদান করেছি। যখন জানলাম দৈনিক একাত্তর কণ্ঠ মহান মুক্তিযুদ্ধের এবং বীর মুক্তিযোদ্ধাদের সপক্ষে দৈনিক পত্রিকা হিসেবে এবং একাত্তর ফাউন্ডেশন এখানকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে, তখন শত ব্যস্ততার মধ্যেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানে এসে ভালো লাগলো। অনেকের সাথে পরিচিত হলাম। তিনি বলেন, চাঁদপুরের আইনশৃঙ্খলা ভালো। আমরা সকলে মিলে চাঁদপুরের আইনশৃঙ্খলাকে আরো উন্নত করবো। মানুষ যাতে নিরাপদে থাকতে পারে। এই ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, আমি একাত্তর কণ্ঠ পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। আমি একাত্তর কণ্ঠ এবং একাত্তর ফাউন্ডেশনের সার্বিক সফলতা কামনা করি।
স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী দৈনিক একাত্তর কণ্ঠ এবং একাত্তর ফাউন্ডেশন ইউএসএ আয়োজিত আজকের অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনিকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা রওশন আরা রুশো বলেন, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলাল আমার ছাত্র। মহান মুক্তিযুদ্ধের সময় তার বয়স ১২ বছর। আমি তাকে পড়াতাম। আমি চাঁদপুরে শিক্ষকতা করেছি। চাঁদপুর কলেজ ছাত্র সংসদের মহিলা বিষয়ক সম্পাদক ছিলাম। ছাত্রলীগ করতে গিয়ে জাতির জনকের নির্দেশে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। নিশ্চিত মৃত্যু জেনেও সরাসরি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরে আজ নিজের জীবনকে ধন্য মনে করি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের প্রধান একেএম দিদারুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত মাদকের প্রতি জিরো টলারেন্স নীতি আমরা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোনো ছাড় নয়। এজন্যে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাত্তর ফাউন্ডেশন বাংলাদেশ ও একাত্তর ফাউন্ডেশন ইউএসএ'র সমন্বয়কারী আলহাজ্ব রোটাঃ রফিকুল আলম, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার যুগ্ম সম্পাদক জাকির হোসেন প্রধানীয়া, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার বিভাগীয় সম্পাদক যথাক্রমে রোটাঃ মাসুদ হাসান ও সত্য ব্রত ভদ্র ওরফে মিঠুন ভদ্র, সহ-সম্পাদক আশিক খান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় এবং তাদের সকলকে পরিবেশ রক্ষায় পরিবেশ বান্ধব গাছ উপহার দেয়া হয়। সাংবাদিক এবং সম্পাদকদের মধ্যে যাদেরকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন যথাক্রমে প্রবীণ সাংবাদিক মরহুম মিয়া মোঃ আব্দুল খালেক (সাবেক প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক চাঁদপুর বার্তা), প্রবীণ সাংবাদিক প্রয়াত অজিত কুমার মুকুল (সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক রূপসী চাঁদপুর), চাঁদপুর জেলার সাংবাদিক নেতা চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মরহুম ইকরাম চৌধুরী (সাবেক প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, দৈনিক চাঁদপুর দর্পণ), সিনিয়র সাংবাদিক চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মরহুম শাহ মোহাম্মদ মাকসুদুল আলম (সাবেক প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার চাঁদপুর), সিনিয়র সাংবাদিক মরহুম রফিকুল ইসলাম মিয়াজী (সাবেক নির্বাহী সম্পাদক, দৈনিক চাঁদপুর সংবাদ), সিনিয়র সাংবাদিক মরহুম মোঃ আব্দুর রাজ্জাক (সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক চাঁদপুর), সাংবাদিক মরহুম মানিক পাটোয়ারী (সাবেক স্টাফ রিপোর্টার, দৈনিক চাঁদপুর সংবাদ)। এছাড়া তৎকালীন চাঁদপুর মহকুমা এলাকায় একাত্তরের রণাঙ্গনের সম্মুখ ও গেরিলা উভয় যুদ্ধে সাহসী যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ্ মোঃ আতিক উল্লাহ বাচ্চুকেও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদাত্ত আহবানে সাড়া দিয়ে দৈনিক একাত্তর কণ্ঠ ও একাত্তর ফাউন্ডেশন ইউএসএ'র যৌথ উদ্যোগে চাঁদপুরে গৃহহীনদের প্রতি মাসে একটি করে ঘর করে দেয়ার তিন মাসের তিনটি ঘরের প্রকল্প উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে স্থানীয় মরহুম বীর মুক্তিযোদ্ধা-মরহুম সাংবাদিক মরহুম সম্পাদক মরহুম পত্রিকা বিলিকারক হকারদের অসহায় পরিবারের মাঝে সর্বমোট ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় স্থানীয় পাঁচ সাংবাদিককে যথাক্রমে মুনাওয়ার কানন, মোঃ আব্দুল গনি, রোটারিয়ান মাসুদ হাসান, মোঃ মিজানুর রহমান ও শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া চাঁদপুরের সকল দৈনিকের মধ্যে সফল সম্পাদক ও প্রকাশক হিসেবে দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব রোটারিয়ান ইকবাল-বিন-বাশারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্থানীয় শ্রেষ্ঠ নারী সংগঠন হিসেবে বিজয়ীকে এবং আর্ত মানবতার সেবায় কাজ করার জন্য আপনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তিস্বরূপ চাঁদপুর সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী হিসেবে যথাক্রমে ঢাকা মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছয় শিক্ষার্থীকে নগদ ৩০ হাজার টাকা আর্থিক বৃত্তি এবং সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ইয়াছিন আরাফাত, এনডিসি কাজী মোঃ মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলহাজ্বম, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকা এবং একাত্তর ফাউন্ডেশনের পরিচালক মোঃ হাবিবুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডিও পাটোয়ারী ও অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ সালাউদ্দিন, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র-২ ফরিদা ইলিয়াস, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌসী আক্তার, আয়েশা রহমান ও খালেদা বেগম, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার বিভাগীয় সম্পাদক লায়ন গোলাম হোসেন টিটু, বিশেষ প্রতিনিধি এমরান হোসেন সেলিম, ঢাকার অফিস প্রধান শাখাওয়াত হোসেন মানিক, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী সোহেল, স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধাগণ, সম্মানিত শিক্ষকম-লী, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতা-কর্মীগণ, ব্যবসায়ী, সাংবাদিক, নারী, শিশু, প্রতিবন্ধীসহ সর্বস্তরের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানশেষে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়।