প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। পৌর এলাকার সাফুয়া এলাকায় সরকারি রাস্তার সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সাফুয়া গ্রামের জয়গঞ্জ গুদারা ঘাটের প্রবেশমুখে সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে দোকানের মালিককে দোকান সরানোর জন্য নোটিস দেয়া হয়। পরে তা না সরানো হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এবং পৌর ভূমি সহকারী কর্মকর্তা ফরিদুল ইসলামের উপস্থিতিতে তা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার বুধবার জানান, সাফুয়া এলাকায় সাবেক কাউন্সিলর মজিবুর রহমান সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করে। তাকে দোকানটি সরানোর জন্যে নির্দেশ দেয়ার পর না সরানোর কারণে তা উচ্ছেদ করা হয়েছে।