শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০

টিসিবির পড়ে থাকা চাল কুড়িয়ে নেয়ার দৃশ্য ফেসবুকে ভাইরাল
ফরিদগঞ্জ ব্যুরো ॥

টিসিবির পণ্য বিক্রি শেষে মাটিতে পড়ে থাকা চাল ও ডাল রান্না করে খাওয়ার জন্যে কুড়িয়ে নেয়া অসহায় বৃদ্ধা শানু বেগমের পাশে দাঁড়ালেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছা। ১ আগস্ট মঙ্গলবার সকালে বৃদ্ধা প্রতিবন্ধী শানু বেগমকে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এছাড়া প্রতিবন্ধী শানু বেগমকে প্রতিবন্ধী ভাতা ও তার অসুস্থ স্বামী সিরাজকে বয়স্ক ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, টিসিবির পণ্য বিক্রি শেষে মাটিতে পড়ে থাকা চাল ও ডালের কিছু অংশ এক বৃদ্ধার কুড়িয়ে নেয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হলে তিনি ওই বৃদ্ধার বিষয়ে খোঁজ খবর নেন। পরে ১ আগস্ট মঙ্গলবার সকালে প্রতিবন্ধী অসহায় বৃদ্ধাকে তার কার্যালয়ে ডেকে নিয়ে আসেন। তার সাথে কথা বলে তার অসহায়ত্ব বিষয়ে নিশ্চিত হয়ে তাকে ভিক্ষুক পুনর্বাসনের আওতায় ভ্যান প্রদানের আগ্রহ থাকলেও ওই বৃদ্ধার স্বামী অসুস্থ হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসনে ইউএনও। তাকে তাৎক্ষণিক সরকারের ত্রাণ তহবিল হতে চাল, ডাল, তেল, মসলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও তাকে ও তার অসুস্থ স্বামীকে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। একই সাথে ভবিষ্যতে তাকে সবধরনের সহায়তা প্রদানের নিদের্শনা দেন ইউএনও। এ সময় উপজেলা প্রকৌশলী আবরার আহম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের দেওয়ান বাড়ি সংলগ্ন স্থানে অসুস্থ বৃদ্ধ স্বামী সিরাজকে নিয়ে বসবাস করেন বৃদ্ধা শানু বেগম। তার নিজের ও সতীনের ঘরের দুই সন্তান থাকলেও তারা কেউই বৃদ্ধ পিতা-মাতার খোঁজ খবর নেয় না। অনেকটা আর্থিক দৈন্যতার কারণে তিনি সামর্থ্যহীন হয়ে পড়েন। গত সোমবার ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে টিসিবি পণ্য বিক্রি শেষে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাল ও চাল কুড়িয়ে নেয়ার করুণ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে।

এদিকে স্থানীয় কাউন্সিলর জাহিদ হাসান শোভন জানান, ওই অসহায় বৃদ্ধাকে তিনি সোমবার দিন একটি টিসিবির কার্ড দিয়েছেন। কিন্তু তার ছেলেরা তাদের খোঁজ-খবর না নেয়ায় এবং স্বামী বৃদ্ধ ও অসুস্থ হওয়ায় হয়ত তিনি এই কাজ করছেন।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান জানান, সোমবার দুপুরে টিসিবির পণ্য বিক্রি শেষে লোকজন চলে যাওয়ার পর এই বৃদ্ধা প্রেসক্লাবে এসে আর্থিক সহায়তা চান। পরে তিনি তাকে সাধ্যমত সহযোগিতা প্রদান করেন। এরপর তিনি প্রেসক্লাবের সামনে পড়ে থাকা চাল ও ডালগুলো কুড়িয়ে নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়