শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০

চাঁদপুরে নাগরিক প্রত্যাশা বিষয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নাগরিক সংলাপ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলায় নাগরিক প্রত্যাশার বিষয়ে নাগরিক সংলাপের আয়োজন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ইউএসএইড’র অর্থায়নে সংলাপটি অনুষ্ঠিত হয়। ৩১ জুলাই সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় নাগরিক সংলাপের আলোচ্য বিষয় ছিলো : নারী, যুব ও শিশু-বান্ধব নগরী, নাগরিক সেবা, বিশেষ করে অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্যে সেবার মান উন্নত করা, সবার জন্যে নিরাপদ নগরী, টেকসই অবকাঠামো এবং নগর পরিচালনায় দায়বদ্ধতা ও স্বচ্ছতা বৃদ্ধি। ভার্চুয়ালি বক্তব্য রাখেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুনীর চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সংগঠনের সহ-সভাপতি ও মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান।

ফোরামের রেবেকা সুলতানা বকুল, হযরত আলী ঢালী, অ্যাডঃ শিরিন সুপ্তা, এনায়েত উল্লাহ খোকন, ফয়সাল গাজী বাহার, তানিয়া আহম্মেদ, অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, মাওঃ জাকির হোসেন হিরু, মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম পাটওয়ারী, নাহিদা সুলতানা সেতু, মাসুদ আলম রনি, মোঃ রাকিবসহ অন্যরা সংলাপে উপস্থিত ছিলেন।

সংলাপে ৮ জন করে ৫টি দলে বিভক্ত হয়ে নির্ধারিত বিষয়ে আলোচনা করা হয়। দলীয় আলোচনা পরিচালনার জন্য প্রতিটি দল থেকে একজন দলনেতা এবং একজন সহযোগী নির্ধারণ করা হয়। দলনেতা সকলের অংশগ্রহণ নিশ্চিত করেন। সহযোগী আলোচনার সারাংশ ফ্লিপ চার্টে লিপিবদ্ধ করে উপস্থাপন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়