সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

তারুণ্যের অগ্রদূত পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

তারুণ্যের অগ্রদূত পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
অনলাইন ডেস্ক

করোনা অতিমারীর প্রথম থেকে কাজ করে যাওয়া সংগঠন ‘তারুণ্যের অগ্রদূত’-এর পাশে দাঁড়ালেন চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

গত ৯ আগস্ট সংগঠনের উপদেষ্টা, সাংবাদিক ফারুক আহম্মদ জেলা প্রশাসককে তারুণ্যের অগ্রদূতের কার্যক্রম সম্পর্কে অবগত করেন। তা শুনে জেলা প্রশাসক সংগঠনের নেতৃবৃন্দকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন।

গতকাল বৃহস্পতিবার সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে তাদের কার্যক্রমের বিষয়ে অবহিত করেন। পরে জেলা প্রশাসক সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে ৩০ হাজার টাকার অনুদান প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, ভালো কাজ করতে গিয়ে অনেক সময় সমালোচনার শিকার হতে হয়। পেছনে অনেকেই কটূক্তি করতে পারে। কিন্তু এসব মাথায় না এনে সামনে এগিয়ে যেতে হবে এবং ভালো কাজগুলো অব্যাহত রাখতে হবে। আমি তোমাদের পাশে আছি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ বলেন, জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিকতায় আমরা মুগ্ধ ও অনুপ্রাণিত। আমরা তাঁর প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমাদের উপদেষ্টা সাংবাদিক ফারুক আহম্মদ ভাইয়ের প্রতিও আমরা কৃতজ্ঞ। আমরা সবার সহযোগিতা নিয়ে ভালো কাজ করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান খাঁন ও সদস্য আরমান হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়