সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪

কচুয়ায় দুঃস্থ ও অসহায়দের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

মোহাম্মদ মহিউদ্দিন ও নাছির উদ্দিন
কচুয়ায় দুঃস্থ ও অসহায়দের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

কচুয়ায় জেঁকে বসেছে শীত। এতে খেটে খাওয়া, হতদরিদ্র এবং বৃদ্ধারা পড়েছেন চরম বিপাকে। এসব মানুষের কথা বিবেচনা করে কচুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সকালে কচুয়ার প্রসন্নকাপ গ্রামের দুঃস্থ, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, এই শীতে যাতে মানুষ কষ্ট না পায় সেজন্যে সমগ্র জেলাব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রেখেছি। আমাদের এই কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কচুয়া থানার অফিসার ইনচার্জ এম এ হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়