প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪
কচুয়ায় দুঃস্থ ও অসহায়দের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
কচুয়ায় জেঁকে বসেছে শীত। এতে খেটে খাওয়া, হতদরিদ্র এবং বৃদ্ধারা পড়েছেন চরম বিপাকে। এসব মানুষের কথা বিবেচনা করে কচুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।
|আরো খবর
শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সকালে কচুয়ার প্রসন্নকাপ গ্রামের দুঃস্থ, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, এই শীতে যাতে মানুষ কষ্ট না পায় সেজন্যে সমগ্র জেলাব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রেখেছি। আমাদের এই কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কচুয়া থানার অফিসার ইনচার্জ এম এ হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।