মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৫০

জসিম উদ্দিন শেখকে অভিনন্দন

অনলাইন ডেস্ক
জসিম উদ্দিন শেখকে অভিনন্দন

বাংলাদশে জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি পদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত দেশখ্যাত কৃতী সমবায়ী মো. জসিম উদ্দিন শেখ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) ঢাকাস্থ বাংলাদেশ সমবায় ব্যাংক ভবনের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সাধারণ সভায় একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় তাঁরা নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মো. আব্দুস সালাম বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শেখ জাতীয় পুরস্কারপ্রাপ্ত চাঁদপুরের শীর্ষস্থানীয় সমবায় সংগঠন চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি।

চাঁদপুরের জসিম উদ্দিন শেখ বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় থেকে সমবায় বিষয়ে কোনো ডিগ্রি নিয়ে ফরিদগঞ্জের প্রত্যন্ত অঞ্চল চান্দ্রায় সমবায় সমিতি গড়েন নি। শিক্ষিত বেকারদের নিয়ে সমিতি গড়ে তিনি বাস্তব অভিজ্ঞতার আলোকে কঠিন সত্যকে মেনে নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা এবং সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে চান্দ্রা শিক্ষিত বেকার বহুমুখী সমবায় সমিতিকে নিয়ে গেছেন সাফল্যের শিখর চূড়ায়। ফলে এ সমিতি জাতীয় পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে এবং দেশের সমবায় সমিতির জগতে রোল মডেলে পরিণত হয়েছে। যে মডেলকে তিনি টেকসই করেছেন, নিজে জাতীয় পুরস্কার পেয়েছেন এবং জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে যোগ্য করে তুলেছেন। তিনি সমবায়ের রাজনীতিকে কোনোভাবেই গুলিয়ে ফেলেন নি বলে গেলো ৫ আগস্টের পটপরিবর্তনে অনেকে পরিবর্তন হয়ে গেলেও তিনি সেটি হননি। ফলে তাঁকে মূল্যায়নের অনিবার্যতা এতোটুকু ক্ষুণ্ন হয় নি। সেজন্যে জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে তিনি অপ্রতিদ্ব›দ্বী থেকেছেন এবং পুনরায় গুরুত্বপূর্ণ সেই পদে অধিষ্ঠিত হয়েছেন। এজন্যে চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে তাঁকে জানাচ্ছি টুপি-খোলা অভিনন্দন।

এই চাঁদপুরে কিছু সমবায় প্রতিষ্ঠানে ফ্যাসিবাদী সরকারের আমলে শাসক দলের প্রভাবশালী এক শীর্ষ নেতা যে বিশেষ দাপট দেখিয়েছেন, পদ-পদবী কুক্ষিগত করেছেন, যেমনটি অন্য কাউকে করতে দেখা যায় নি। জসিম শেখ তো নয়ই। তিনি এক মনে এক ধ্যানে তাঁর প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে নিতে অন্যদের ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন। অবস্থা এমন, জসিম শেখ মানেই সমবায়ের কালজয়ী মুখচ্ছবি, আর চাঁদপুরের অন্যতম গর্ব মানেই জসিম শেখ। সমবায়ে সাফল্যের কারণে বিদেশ সফর করেছেন তিনি বহুবার। নিজ দেশের সমবায়ের মানদÐকে আন্তর্জাতিকতায় উন্নীত করতে তিনি যে একদিন সফল হবেন, সেটা ধারণা করা যায় অবলীলায়। সমবায় নিয়ে যে তাঁর উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা ঈর্ষণীয়--সেটা বোধকরি শত্রæও অতপটে শিকার করবেন। দেশের সমবায়ের স্বার্থে তিনি সুস্থতার সাথে দীর্ঘজীবন লাভ করুন--তাঁর প্রতিজন শুভাকাক্সক্ষীর নিরন্তর যেনো এমন শুভ কামনাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়